দক্ষিণ সুরমায় সড়কে প্রাণ গেল যুবকের

সুরমা টাইমস ডেস্ক :

মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ইমন আমহদ (২৪) নামের এক যুবক। আহত হয়েছেন আরো একজন।

গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমার কুচাই পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইমন গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় আহত হন একই গ্রামের সাদেক আহমদের ছেলে শাওন আহমদ।

স্থানীয় একটি সূত্র জানায়, শুক্রবার ভোরে ইমন আহমদ কয়েকজন সহপাঠীকে নিয়ে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

তারা দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই পয়েন্ট এলাকায় পৌঁছামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে তাকে অপর সহপাঠীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, সকালে বন্ধুদের সাথে ৭টি মোটরসাইকেল নিয়ে ইমন ঘুরতে বেরিয়েছিলেন।

কুচাই পয়েন্টে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান।

তিনি জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে এসেছেন। আজ শুক্রবার বিকেলে রণকেলী নূরপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।