সুরমা টাইমস ডেস্কঃঃ
বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সম্প্রতি ‘হয়রানিমূলক মামলা’ হওয়ার কথা তুলে ধরে সেগুলো পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মামলাগুলো পর্যবেক্ষণে আট সদস্যের একটি কমিটি করা হয়েছে, যেটির প্রধান থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার)।
এ কমিটি মামলাগুলো পর্যবেক্ষণের পাশাপাশি সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে গুলি ও সহিংসতায় শত শত মানুষের মৃত্যু হয়েছে।
এসব হত্যাকাণ্ডের ‘সহযোগী ও উস্কানিদাতা’ হিসেবে সাংবাদিকদেরও হত্যা মামলায় আসামি করা হয়েছে।
এরইমধ্যে অন্তত চারজন সাংবাদিক এসব মামলায় গ্রেফতার হয়েছেন; অনেকে আত্মগোপনে আছেন বা প্রকাশ্যে আসছেন না।
হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা না থাকলেও অনেক সাংবাদিককে ঢালাওভাবে মামলার আসামি করার আলোচনা-সমালোচনার মধ্যে এ কমিটি গঠন করা হল।
অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা করা হচ্ছে।
হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) সভাপতি করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- প্রধান তথ্য অফিসার, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে সদস্যসচিব করা হয়েছে।
এই কমিটি সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পর্যবেক্ষণ, সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।