সুরমা টাইমস ডেস্কঃ
জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর সিলেট এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক ‘শিশু কিশোর সমাবেশ’ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর আর্ক হোমস টাওয়ারের খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন অংকুরের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলীল এবং অংকুর সিলেটের কমিটি ঘোষণা করেন অংকুরের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দিন।
নব গঠিত কমিটির পরিচালক মনোনীত হন খসরুল আলম, সহ-পরিচালক মনোনীত হন ইউসুফ বিন আকিল, মোহাম্মদ শাবাজ মিয়া, মোস্তফা আহমদ সোহান, নির্বাহী পরিচালক মুহাম্মদ শফি উদ্দিন শাফী, সদস্য মনোনীত হন সাইফুল ইসলাম জলিল ও কাজী আলী হোসেন সামী।
অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ক্বেরাত বিভাগে ১ম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ এবং ২য় স্থান অধিকার করেছে রাহনুমাহ তাশফী। কবিতা আবৃত্তি-সংগীতে ১ম স্থান শাওন আহমেদ ও ২য় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ তিহান।
গল্প বলা ইভেন্টে ১ম স্থান অধিকার করেছে আহমেদ আবরার হাসিন ও ২য় স্থান অধিকার করেছে নাহিন আহমেদ। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ‘বিশেষ সম্মাননা’ ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, অংকুর, সিলেটের প্রধান উপদেষ্টা অধ্যাপক বজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাসিক স্বপ্নঘুড়ির প্রধান পৃষ্ঠপোষক মাস্টার সাঈদুর রহমান খান, মাসিক গোলাপকুঁড়ির ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা নেহাল আহমদ, স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে এম আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ছড়াকার ডা: মুহাম্মদ ফয়জুল হক, লাউয়াই ইসলামীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, দ্যা লুমিনাস স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইফুর রহমান খোকন, মাসিক স্বপ্নঘুড়ির ব্যবস্থাপনা সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী,
মাসিক ফুলের হাসির উপদেষ্টা জাকারিয়া হোসেন জাকির, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা: আলম শিকদার, জনতা ব্যাংকের কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহীন, হাজীপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফারুক মিয়া,
দারুননাজাত মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খায়রুল ইসলাম, সিলকো হোমস প্রাইভেট লিমিটেডের ডিএমডি মাসুদ আহমদ, জামেয়া দারুল কুরআন ওয়াল মাআরিফের প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মাসিক ফুলের হাসির উপদেষ্টা ইমদাদুল হক ইমরান, মুজিবুর রহমান খান প্রমুখ।