টুকেরবাজার ইউ/পি’র ৬নং ওয়ার্ডের হিলুয়াছড়া চা বাগান এলাকাবাসীর আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা

সিলেট সদর উপজেলা ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. সফিকুর রহমান সফিক এর আনারস প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বিকালে ৬নং ওয়ার্ডের হিলুয়াছড়া চা বগান বাসীর উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সভাপতি মদন গঞ্জু’র এর সভাপতিত্বে ও সংকর দেবনাথ ও ফারুক আহমেদের যৌথ সঞ্চালনায়

মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে টুকের বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ বলেন, আমি আপনাদের মাঝে একজন ভালো মানুষ দিয়েছি। একবার ভোট দিয়ে বিজয় করে দেখুন সে কতটুকু ভালো মানুষ। তার দ্বারা যদি আপনাদের কোন ক্ষতি হয় তার বিচার করব আমি। আপনারা আমাকে যেভাবে ভালোবেসে ভোট দিয়ে বিজয় করেছেন, ঠিক সেই ভাবে আপনারা সফিকুর রহমান সফিককে ভালোবেসে আগামী ১৬ মার্চ ভোটের মাধ্যমে বিজয় করুন।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. সফিকুর রহমান সফিক বলেন, আমি অতীতেই আপনাদের ওয়ার্ডে তিন তিনবার নির্বাচিত মেম্বার ছিলাম, প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন কালেও আপনাদের সেবা করেছি এখন চেয়ারম্যান হিসেবে আপনাদের আরো সেবা করতে চাই।

 

আমাকে আগামী ১৬ মার্চ আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে ইউনিয়ন বাসির সেবা করার সুযোগ দিন। আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের হক নষ্ট করবো না, আমি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে একটি স্মার্ট ইউনিয়ন গঠন করব ইনশাআল্লাহ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমল গঞ্জু, রঞ্জিত বাউরী, সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মিলন মুন্ডা, দিলীপ কুর্মী, রফিক, আজাদ, কাজল দেবনাথ, আব্দুল হান্নান, দয়াল, অনীল, কানাই, শিবু বাউরী প্রমূখ

 

 

=বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।