সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটে দুই লেগুনাভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি’র একটি টিম গত বুধবার (১৩ই সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামনে থেকে এসব চিনি জব্দ করে।
এসময় দুই লেগুনাচালককে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- রাকিব আলী ও কাউসার আমেদ।
এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার তাহিয়াদ আহেদ চৌধুরী।
তিনি জানান, গোয়েন্দা পুলিশ খবর পায়; দুটি লেগুনা করে ভারতীয় চিনি সিলেটে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে গত বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে গাড়ি দুটি আটক করে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। ৩০ বস্তায় প্রায় ১৩০০ কেজি চিনি ছিল।
ডিবি উপ-কমিশনার তাহিয়াদ আরও জানান, দুই লেগুনাচালককে আটকের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান রোধে ডিবি পুলিশ এমন অভিযান অব্যাহত রাখবে।