সিলেটের কালীঘাটে শ্রীশ্রী নৃসিংহদেবের মন্দির সংস্কারের প্রয়োজন
সিলেট নগরের কালীঘাটে ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেবের একটি প্রাচীন মন্দির রয়েছে। জানা গেছে, এই মন্দিরটি সিলেট নগরের একটি প্রাচীনতম মন্দির।
এই মন্দিরটি দীর্ঘদিন ধরে অযন্ত-অবহেলার কারণে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
সরকারসহ কোনো দানশীল ব্যক্তি মন্দিরটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছেন না।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, জননেত্রী , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্থায়নে যদি এই প্রাচীন মন্দিরটি সংস্কার করে সুন্দর করা হয় তাহলে ভক্ত-অনুরাগীরা কৃতার্থ হবেন।
= বিজ্ঞপ্তি ।