সিলেট নগরের কালীঘাটে ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেবের একটি প্রাচীন মন্দির রয়েছে। জানা গেছে, এই মন্দিরটি সিলেট নগরের একটি প্রাচীনতম মন্দির।
এই মন্দিরটি দীর্ঘদিন ধরে অযন্ত-অবহেলার কারণে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
সরকারসহ কোনো দানশীল ব্যক্তি মন্দিরটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছেন না।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, জননেত্রী , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্থায়নে যদি এই প্রাচীন মন্দিরটি সংস্কার করে সুন্দর করা হয় তাহলে ভক্ত-অনুরাগীরা কৃতার্থ হবেন।
= বিজ্ঞপ্তি ।