সানুকে ধরিয়ে দিলে বড় অংকের পুরস্কার

একটি কোম্পানির টাকা ব্যাংকে জমা না দিয়ে ও অন্য একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং দোকান ভাড়া তোলে পালিয়ে থাকা প্রতারক কে ধরিয়ে দিলে ওই ব্যক্তিকে দেয়া হবে পুরস্কার।

জানা যায়, দীর্ঘদিন থেকে গোবিন্দগঞ্জ টেডিং কর্পোরেশনের আশরাফুর চৌধরীর রাইস মিলে সুপারভাইজার হিসেবে চাকুরি করে আসছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজালালাবাদ কৃষ্ণনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সানু।

গত বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সানু ব্যাংকে যাওয়ার কথা বলে প্রতিষ্ঠানের প্রায় তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। তার বাসা-বাড়িসহ পরিচিত সব জায়গায় খোঁজাখোঁজি করে তাকে কোথাও খোঁজে পাওয়া যায় নি। সানুর ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৩২৫-৫১০৪৫৮, ০১৭৩২-৩৪১৯৭১- তে বারবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যাচ্ছেনা।

বিষয়টি উল্লেখ করে কর্পোরেশনের মালিক আশরাফুল রহমান চৌধুরী ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে কথা হয় তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই পঙ্কজ দাসের সাথে।

তিনি বলেন, সে এর আগেও এধরণের ঘটনা ঘটিয়েছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে।

ওই প্রতারককে যদি কোনো ব্যক্তি খোঁজ বের করে দেন তাকে বড় অংকের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছে টেডিং কর্পোরেশনের রাইস মিল কর্তৃপক্ষ।

যোগাযোগ নাম্বার- ০১৭১১৩৩১৩৮৬, ০১৭৬২১১১১৩০।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।