সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ি দুলাল মিয়া গ্রেফতার

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট মহানগর এলাকায় ডিবি টিম-০৩ টহল ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গত ২৪/০৪/২০২৩খ্রিঃ অনুমান ২২:০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এসএমপি শাহপরাণ(রহ:) থানাধীন শাহজালাল উপশহর জি ব্লকের জনৈক মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে।

 

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শাহরিয়ার আল মামুন সাহেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফজলুর রহমান (বিপি-৮৩১১১৩৩৪৪৬) সঙ্গীয় এসআই (নিঃ)/জয়ন্ত কুমার দে (বিপি-৮২১১১৩৪২১৬) এএসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন (বিপি-৮০৯৯০৪৪৮১৭),

 

কনস্টেবল/২৮৩২ জীবেন্দ্র চন্দ্র (বিপি-৯৩১২১৫৮৫৫৭), কনস্টেবল/১৬৯৭ রওশন উদ্দিন(বিপি-৯৪১৩১৬৩৩২৭), কনস্টেবল/৯১৩ জায়েদুল হাসান (বিপি-৯০১০১৩৬৮৫৮), সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাই: কনস্টেবল/২৪৬৮ জাহাঙ্গীর আলম(বিপি-৯৭১৬১৮৫৮১৭),

 

মোটরযান শাখা, এসএমপি, সিলেট- এবং সিআরটি টিম এসএমপি সিলেটদের সহায়তায় আসামী ১। দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ (৩১), পিতা- মৃত আব্দুল করিম, মাতা- সমই বিবি, সাং- পূর্বদশা, ডাকঘর- টুকের বাজার, থানা- জালালাবাদ, জেলা- সিলেটকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২১৫০ (দুই হাজার একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্ত এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

 

উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি শাহপরান(রহঃ) থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।