নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরিকে প্রতিহত করতে হবে-মাহবুব চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহবানে ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশে সিলেট মহানগরসহ বিভাগের সকল শ্রেণি পেশার মানুষকে যোগ দেয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, আওয়ামী কুশাসনে দেশ আজ বিপর্যস্ত।
দ্রব্য মূল্যের উধ্বর্গতিতে মানুষের এখন বেঁচে থাকা দায়। নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরিকে প্রতিহত করতে হবে।
ভোটাধিকার, মানবাধিকার, গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশ, মানুষকে বাঁচাতে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করতে লাখ কোটি মানুষের সাথে আমাদেরকেও ঢাকায় অবস্থান নিতে হবে। শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।
তিনি সোমবার (২৫ জুলাই) বিকেলে সিলেট মহানগরের ৬নং ওয়ার্ড বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আনছার আহমদ, সহ সভাপতি আনহার আহমদ, আহছানুজ্জামান শহিদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, গোলাম মস্তফা, মকবুল হুসেন, আব্দুল মনাফ, নাছির খন্দকার, আব্দুস ছত্তার প্রমুখ।
—বিজ্ঞপ্তি