কানাইঘাটের আওয়ামীগ নেতা নুর উদ্দিনের দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি বাটইশাইল গ্রাম নিবাসী এলাকার পঞ্চায়েত মুরব্বী কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকীর পিতা নুর উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার বাদ আসর স্থানীয় উমরগঞ্জ ইমদাদুল উলূম মাদরাসা মাঠে নুর উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ শেষে নুর উদ্দিনের লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের পূর্বে নুর উদ্দিনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, উমরগঞ্জ এমদাদুল উলূম মাদ্ধসঢ়;রাসার মুহতমিম হাফিজ মাও. আফতাব উদ্দিন, মাও. সামছুল হুদা, পারিবারিক সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী সমাজসেবী নুর উদ্দিন।

গতকাল সোমবার সকাল ৭টা ৫১ মিনিটের সময় সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নানিল্লাহি……….রাজিউন।

মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে
গেছেন।

এলাকার প্রবীণ মুরব্বী আওয়ামীলীগ নেতা নুর উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে সমাজের
বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি শান্তনা দেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।