আজ সারা দেশে অর্ধদিবস হরতাল

সুরমা টাইমস ডেস্কঃ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

গতকাল বুধবার (১৫ই নভেম্বর) রাতে ১২ দলীয় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

এসময় বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, সরকারের এই উদ্যোগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাই।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।