শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
গতকাল ৩ মার্চ ছিল এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:১৯৩৩)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি: নং বি:২০৩৭) এর সাবেক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাবেক আহবায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (রেজি: নং বাজাফে:০৫) এর সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি
এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আপোসহীন সংগ্রামি শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকীতে সকাল ১০ ঘটিকার সময় মানিকপীরস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, পরিবারবর্গ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি ও শাহপরাণ থানা কমিটি, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখা, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়ন, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, কুলাউড়া উপজেলা, জুড়ি উপজেলার নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে আবুল কালাম আজাদ এর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে শপথ বাক্য পাঠকরান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রিয় কমিটির সংগ্রামী
সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রজত বিশ্বাস। শপথ পাঠের মধ্যদিয়ে প্রথম অধিবেশনের কাজ সমাপ্ত ঘোষনা করা হয়।
কর্মসূচীর দ্বিতীয় অধিবেশন আলোচনা সভা বিকেল ৪টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে।
=বিজ্ঞপ্তি ।