সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের সুনামগঞ্জ জেলার শাল্লায় অফিসের ভেতরেই ঝুলন্ত অবস্থায় পিপলু সরকার (৩৫) নামের এক যুবক লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছে বলে জানা গেছে। গতকাল ৭ই জুলাই সোমবার রাত আনুমানিক আটটায় নিজ অফিসের ভেতরে ওয়াশরুমের দরজায় গায়ের শার্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় থাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পিপলু সরকারের স্ত্রী দিনের বিকাল তিনটা থেকে ফোন দিয়েও তাকে পাননি। তারপর তার স্ত্রী পিপপু সরকারের এক বন্ধুকে ফোন দিলে সে অফিসে গেলে পিপলু সরকারকে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে লোকজনকে খবর দেন।
শাল্লা উপজেলার মৎস্য কর্মকর্তা (অ:দা) সন্দীপন মজুমদার বলেন, আমি কোনকিছুই জানি না।
তবে অফিশিয়ালি কোন বিষয় নয়। পারিবারিক কোন কারনে সে এমনটা করতে পারে। সম্ভব হলে আমি এখনই শাল্লা যাবো বলে জানান তিনি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, তার নিজের গায়ের শার্ট দিয়েই অফিসে ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, বিষয় কি আমি জানি না। ঘটনা শোনার পর আমি গিয়ে দেখে এসেছি। পুলিশ এসে আইনী প্রক্রিয়া চালাচ্ছে।