সিলেটে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হবে ১২ জুলাই শনিবার

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ আগামী ১২ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারী মহিলা কলেজে বিভাগীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ জুলাই) সিলেটে এক অভিজাত রেষ্টুরেন্টে হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, সিলেট বিভাগের আহবায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে।

 

সে কাজের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। এবারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর হতে যাচ্ছে।

তিনি আরো জানান, বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে আয়োজিত হবে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে  দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প।

 

জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন প্রতিযোগিকে নিয়ে এই পর্বটি অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।

 

এই ৫ জন প্রতিযোগী এ বছর ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

 

এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, সিলেটের সংগঠক কালাম জুবায়ের নিশাদ, ফুজায়েল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, জুনিয়র গ্রুপ  (১৪ থেকে ১৫ বছর বয়সি স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম ২০১০-২০১১ সাল) এবং সিনিয়র গ্রুপ (১৬ থেকে ১৮ বছর বয়সি স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সাল)- এ দুই গ্রুপে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১১ জুলাইয়ের মধ্যে https://www.astronomybangla.com/olympiad2025/ লিংকে আবেদন করতে পারবে।
প্রতিযোগিতার নিবন্ধন ফি একশত টাকা, নিবন্ধন ফি পাঠানোর বিকাশ নম্বর  ০১৯১৫-৬৫৩৬০৭।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।