সিলেট ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ডাঃ সালেহ আহমদ

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সিলেটের কৃতি সন্তান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ডা: মো: সালেহ আহমেদ। তিনি গত সোমবার (১১ই ফেব্রুয়ারী) দায়ীত্ব গ্রহন করেন।

জানা গেছে, বেশ কয়েক মাস যাবত এ পদটি শূন্য থাকায় সে পদে তাঁকে এ নিয়োগ দেয়া হয়। অত্যন্ত মেধাবী এ চিকিৎসক কর্মকর্তা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ গ্রামে জন্ম গ্রহণ করেন।

উল্লেখ্য, ঘটনা পরম্পরায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরীও একই উপজেলায় জন্মগ্রহণ করেন।

জানা গেছে, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মো: সালেহ আহমেদ সিলেট পাইলট হাইস্কুল থেকে এস.এস.সি এবং সরকারী এম.সি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস এবং বি.এস.এম.এম.ইউ থেকে চর্ম ও যৌন রোগ বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী এম.ডি (ডক্টর অব মেডিসিন) লাভ করেন।

অত্যন্ত সদালাপী এই শিক্ষকের পিতা মো: মাহবুবুর রহমান এবং মাতা আশরাফুন্নেছা খাতুন। তাঁর পিতা ছিলেন সিলেট সরকারী পাইলট হাইস্কুলের শিক্ষক এবং সিলেট পি.টি.আই-এর সুপার।

দাম্পত্য জীবনে তিনি দু’সন্তানের জনক। দু’সন্তানের মধ্যে জাইয়ান মাহবুব এইচ.এস.সি (ক্লাস-১১) এবং ফারহান মাহবুব ক্লাশ নাইনে পড়াশুনা করেন। তাঁর স্ত্রী তাসলিমা চৌধুরী।

এদিকে, নতুন দায়িত্ব পাওয়ার পর কলেজ ও হাসপাতালের শিক্ষক, ছাত্র/ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

তিনিও সবার কাছে দোয়া কামনা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।