সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী বরাবর নগরীর ৮নং ওয়ার্ডের জাহাঙ্গীর হাউজিংয়ের জনৈকা রুনা বেগমের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সংক্রান্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জানানো হয়, জনৈকা রুনা বেগমের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সংক্রান্ত লিখিত অভিযোগ তদন্তে গত ১৬ই মে শুক্রবার মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি ও সহ- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এজাজ আহমদ কে নিয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়েছে।
তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে সরজমিন গিয়ে এলাকাবাসীর আলাপ আলোচনা করে প্রতিবেদন রিপোর্ট ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পেশ করবেন।