জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সুরমা টাইমস ডেস্ক :

হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার সদস্য।

তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

 

নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক জানান, ‘তিনি রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফেরেন। এসে দেখেন ঘরের দরজা খোলা। বাতি বন্ধ।

 

পরে বাতি জ্বালিয়ে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে আছে। নিচে পড়ে আছে সাত মাসের বাচ্চা।’

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও ইউএনও গিয়াস উদ্দীনসহ তিনি ঘটনাস্থলে যান। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।