শান্তনু দত্ত সন্তু ওয়ার্ডবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন-অধ্যাপক জাকির হোসেন

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জনগণের ভালোবাসায় শান্তনু দত্ত সন্তু ৬ষ্ঠ বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তার প্রতি মানুষের ভালোবাসা এমনই হয়। শান্তনু দত্ত সন্তু তার প্রমাণ।

 

তিনি ওয়ার্ডবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যার সময় শুধু তার নিজ এলাকা নয় প্রায় প্রতিটি ওয়ার্ডের পানিবন্দি মানুষের জন্য কাজ করেছেন। যার প্রতিদান তিনি নির্বাচনে পেয়েছেন। আমি ওয়ার্ডবাসীকে অভিনন্দন জানাই তারা এমন একজন মানুষকে বেছে নিয়েছেন তাদের সেবা করার জন্য। আমি আশাবাদ ব্যক্ত করি তিনি বিগত দিনের মতো আগামী দিনেও ওয়ার্ডবাসীর সেবা করে যাবেন।

তিনি শুক্রবার (১৪ জুলাই) রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু ৬ষ্ঠ বারে মত কাউন্সিলর নির্বাচিত হওয়ায় মণিপুরী রাজবাড়ী এলাকাবাসী আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নারায়ন পাল এর সভাপতিত্বে ও কাংখিত রাজ দত্ত সীমান্ত’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের জন্য কাজ করে যাবো। আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে হিসেবে গড়ে তুলতে চাই।

 

এই ওয়ার্ডের জনগণ আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা আমি কখনো ভুলবো না, আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। এই সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে আজ আমার মাকে খুব মনে পড়ছে। আমি বাসায় না থাকলেও আমার মা এই ওয়ার্ডের যে কেউ বিপদে পরে বাসায় গেলে তাদের সহযোগিতা করেছেন।

 

আমার জন্য তাদের কাছে দোয়া চেয়েছেন। কিন্তু আজ আমার মা নেই। আমি আপনাদের কাছে মায়ের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সাহানা বেগম সানু, ফখরুল হাসান, ইকবাল হোসেন, তুষার কর, বেনু মাধব দাস, বিকাশ দে, বুদ্ধদেব দাস, অসিত কুমার শ্যাম, সামসুল ইসলাম সামন, এস এম মো. আজীমুদৌল্লা খান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।