“নাটক হোক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদী হাতিয়ার “

সুরমা টাইমস ডেস্কঃ

 

গতকাল ২৩ সেপ্টেম্বর শনিবার শারদা স্মৃতি ভবন মঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর ৪০ বছরে পদার্পণ ও বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সন্ধ্যা সাতটায় প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসবের সমাপনী দিনে থিয়েটার সিলেট মঞ্চস্থ করে সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নীলদংশন’ অবলম্বনে নাটক ‘আমিই নজরুল’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন কামরুল হক জুয়েল।

নাটক মঞ্চায়ন শেষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব এর সমাপনী আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও পরিচালক অনুপ কুমার দেব, অর্ধেন্দু কুমার দাশ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায়বর্মন রানা, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন পরিচালক চম্পক সরকার, নাট্যজন উত্তম সিংহ রতন,সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, খোয়াজ রহিম সবুজ সহ আরো অনেকে।

 

নাটক মঞ্চায়ন শেষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক এখলাছ আহমেদ তন্ময় এবং কার্যনির্বাহী সদস্য তন্ময় নাথ তনু থিয়েটার সিলেটকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সবশেষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত সম্মিলিত নাট্য পরিষদের চারদশক যাত্রার প্রথম আয়োজনে দর্শক, শুভানুধ্যায়ী, নাট্য-সংস্কৃতিকর্মী সহ অংশগ্রহণকারী নাট্যদলকে কৃতজ্ঞতা জানান।তিনি বলেন,কোন অপশক্তি কিংবা পেশীশক্তি আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রা কে বন্ধ করতে পারবে না,মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে নিতে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাবে।ধন্যবাদ জ্ঞাপন করে তিনদিনব্যাপী নাট্যোৎসবের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।