যুক্তরাজ্য প্রবাসী কবি আলিফ উদ্দিনের মৃত্যুতে সিলেট জামায়াতের শোক

সুরমা টাইমস ডেস্ক :

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, কবি ও কমিউনিটি ব্যক্তিত্ব আলিফ উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

তিনি শনিবার (১৭ মে) লন্ডন সময় ভোর ৬টায় লন্ডনের ক্যাসল হিল হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

 

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক ও কবি আলিফ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- মরহুম কবি আলিফ উদ্দিন ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন।

 

তিনি সত্য ও সুন্দরের পথে তার লেখনী কার্যক্রম চালিয়ে গেছেন। প্রবাসে গিয়েও তিনি ইসলামী আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

 

তার মৃত্যুতে আমরা একজন বহুমুখী প্রতিভার লেখক ও সাহিত্যিককে হারালাম। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন- তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।