বিএনপিকে তৃণমূলেই শেষ করা হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির সমালোচনা করে মন্ত্রী বলেছেন, ‘এতদিন পর আপনাদের (বিএনপি) ইউনিয়নের কথা, তৃণমূলের মানুষের কথা মনে পড়েছে? আওয়ামী লীগ তৃণমূলের দল, এখানে বিএনপি নেই। বিএনপিকে তৃণমূলেই শেষ করা হবে।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, মাটি ও মানুষের দল আওয়ামী লীগ। বিএনপি ইউনিয়ন পর্যায়ে এসে আওয়ামী লীগ ছাড়া আর কিছু পাবে না। তাদের তৃণমূলেই মোকাবিলা করবে আওয়ামী লীগের মাঠের কর্মীরা।
হাওরের মানুষ, ভাটির মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।
সম্মেলনে বর্তমান সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, ‘বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে কথা বলার কিছুই পায় না। এজন্য মানুষ তাদের প্রত্যাখান করেছে।’
সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।