পরিকল্পনা মন্ত্রীর সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

সুরমা টাইমস ডেস্কঃ

পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি’র সাথে মতবিনিময় করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগ ও জেলা নেতৃবৃন্দ।

গত ১৮ই অক্টোবর বুধবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্চে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কে.এম. নজমুল হক নসিব, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রীকে সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার দাওয়াত নামা প্রদান করা হয় এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

মন্ত্রী এম.এ মান্নান দাওয়াতপত্র গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।