সিলেট জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে,কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা
সিলেটের প্রবেশদ্বার খ্যাত নগরী ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টের চতুরদিকের সড়কের মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দর্ঘটনায় পথচারী ও যাত্রীরা গুরুতর আহত হাওয়ার পাশাপাশি নিহতও হচ্ছেন।










