সুরমা টাইমস ডেস্ক :
শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন স্কলার্সহোম মেজরটিলা কলেজ সিলেটের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
রবিবার (১৮ মে) স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত জেইএন মান্ডিবেস মালে বাই সানগ্রি-লে আমির আহমেদ মেগোতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সাউথ এশিয়া ডেভলাপমেন্ট কাউন্সিল এর পক্ষ থেকে এ পুরস্কা গ্রহণ করবেন তিনি।
উক্ত অনুষ্ঠানে লেটস অল ফরগেট এবাউট ডিসক্রাইমেশন এন্ড ক্রেইট এ পেইসফুল ওয়াল্ড শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এত মালদ্বীপ সরকারের মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
অফিসিয়াল পত্রের মাধ্যমে দক্ষিণ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল-এর বাংলাদেশ প্রতিনিধি, উপদেষ্টা এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট অধ্যক্ষ ফয়জুল হককে আনুষ্ঠানিকভাবে সম্মাননার জন্য নির্বাচিত করার সুপারিশ করেন এবং তাঁর অংশগ্রহণ কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় মো. ফয়জুল হক জানান, এই সম্মাননাটি কেবল আমার প্রচেষ্টার স্বীকৃতি নয় বরং এর সাথে জড়িত সম্মিলিত সকলের প্রতিশ্রুতি ও আবেগের প্রমাণ। এটি আমাকে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে এবং শিক্ষা ও আমার শিক্ষার্থীদের জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
আমি এই সম্মান আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকের প্রতি উৎসর্গ করতে চাই। শিক্ষার ক্ষেত্রে যাদের আত্নত্যাগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং সকলের নিকট আন্তরিক দোয়া চাচ্ছি।
উল্লেখ্য, রোটারিয়ান অধ্যক্ষ মো. ফয়জুল হক এর আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস অ্যাওয়ার্ড, দার্জিলিং, ভারত। সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৩।
নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩। ৫ম গ্লোবাল চেঞ্জ মেকারস অ্যাওয়ার্ড ২০২৪, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
তিনি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এশিয়ান এডুকেশন সামিট-এ ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।