শ্যামল সিলেট’র সম্পাদক মণ্ডলীর সভাপতির সাথে বিপিজেএ’র নতুন কমিটির সৌজন্য সাক্ষাত

সুরমা টাইমস ডেস্ক :

শ্যামল সিলেট’র সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান এর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের নতুন কমিটির নেতৃবৃন্দ।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় নগরীর বোরহানবাগস্থ অ্যাডভোকেট সামসুজ্জামান জামান এর বাসভবনে সাক্ষাতে মিলিত হন বিপিজেএ’র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির,

 

নবনির্বাচিত সহ সভাপতি (১) হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন,

 

কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, কার্য নির্বাহী সদস্য আজমল আলী ও সাবেক নির্বাহী সদস্য আনিস মাহমুদ, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এহিয়া আহমদ, বিজ্ঞাপন ব্যবস্থাপক আছনাত উদ্দিন জাহিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।