নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার::

সিলেট মহানগরীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার ( ১৯শে এপ্রিল) বিকেল পাঁচটার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

ওসি বলেন, ‘আজ বিকেলে নগরীর চৌহাট্টা এলাকায় একটি মোটরসাইকেল চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল।

সেসময় নয়াসড়ক থেকে চৌহাট্টার দিকে আসা চালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।’

তিনি বলেন ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।