ছাত্রদল নেতা পুলক রায় ও রাহেলের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পুলক রায় ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পুলক রায়ের অকাল মৃত্যুতে আমি গভীর শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পুলক রায় শহীদ জিয়ার আদর্শের লড়াকু যোদ্ধা ছিলেন।
অপরদিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাহেল আহমেদর অকাল মৃত্যুতে আমি শোকাহত। তার রুহের মাগফেরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রাহেল আমৃত্যু শহীদ জিয়ার আদর্শের জন্য লড়াই করে গেছে।
—বিজ্ঞপ্তি ।।