ছাত্রদল নেতা পুলক রায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পুলক রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক পুলক রায় আমৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য সংগ্রাম করে গেছেন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। তার মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। পুলক রায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
—বিজ্ঞপ্তি ।