সুনামগঞ্জে ভারতীয় ফুসকা জব্দ

সুরমা টাইমস ডেস্ক :

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধীনস্থ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার (১৯শে এপ্রিল) রাত সাড়ে ১২ টায় লাউরগড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় ২২২০ কেজি ভারতীয় ফুসকার একটি চালান জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত ফুসকার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৬৬ হাজার টাকা।

 

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় ফুসকা পরবর্তীতে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।