
সৎসঙ্গ বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে সৎসঙ্গ মন্দির বানিয়াচং শাখার ভিত্তিপ্রস্থর গত ৯ মে শুক্রবার দুপুরে বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ধৃতব্রত আদিত্য এসপিআর এতে প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। এসপিআর নিরঞ্জন চন্দের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা সৎসঙ্গের সভাপতি অর্জুন মোদকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষ্ণ দেবের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,
মন্দিরের ভুমিদাতা রতন কর,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ,বর্তমান সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন,সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক এডঃ অর্জুন রায়,ব্যাংক কর্মকর্তা মিন্টু দেব, দীপক ঘোষ,
ভানু চন্দ, রথীন্দ্র চন্দ,প্রানেশ চন্দ, সঞ্জিত দত্ত,কাজল দত্ত,মাধব দেব,সঞ্জয় আচার্যা,সীতশ দাশ,লিটন বনিক,ঝুনু দত্ত,অপু দেব,সমীর চন্দ্র বনিক,রথীন্দ্র রায়,নবীগঞ্জ সৎসঙ্গের কানু লাল দাশ,বিধু ভূষন গোপ রতীশ দাশ,শংকর চন্দ্র গোপ,সঞ্জয় কুমার ধামসহ জেলার বিভিন্ন উপজেলার সৎসঙ্গী নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।