নিজস্ব প্রতিবেদকঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১ নং ইউনিয়নের সরকারি এম এস এর চাউল আত্মসাৎ করে কালো বাজারে পাচাঁর কালে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হল বানিয়াচং উপজেলার ১ নং ইউনিয়নের দাসপাড়া গ্রামে নুরুল ইসলামের পুত্র এমদাদুল ইসলাম রকি (৩৪) ।
জানাযায়, গতকাল সোমবার ১২টার দিকে উপজেলার বানিয়াচং বড় বাজার আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি চালের দোকানে যাওয়ার পথে ৫ বস্তায় মোট ২৫০ কেজি এম এস এর চাউল সহ ১ নং ইউনিয়নের (ছাত্রদলের যুগ্ন আহবায়ক) এমদাদুল ইসলাম রকি (৩৪) চালের ডিলারকে আটক সেনাবাহিনী চালের ডিলারের মালিক এমদাদুল ইসলাম রকি গত ৩দিন ধরে সরকারি এম এসের চাল গরিব অসহায় মানুষের মাঝে ভিতর না করে সে বানিয়াচং বড় বাজরে একটি চালের দোকানে বিক্রি করে আসতেন।
সরকারি এম এসের চাল বিক্রির অপরাধে এমদাদুল ইসলাম রকিকে আটক করে উপজেলা নিয়ে আসলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)অফিসার সাইফুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে এম এসের ডিলারের লাইসেন্স বাতিল ও ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।