যুবদল নেতা টিপু’র মুক্তি দাবী সিলেট মহানগর বিএনপির

সিলেট মহানগর যুবদল নেতা ও সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

অবিলম্বে যুবদল নেতা আব্দুস সালাম টিপুসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায়
সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের ধারাবাহিক কর্মকান্ডের
বহিঃপ্রকাশ।

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মামলায় টিপুকে কারাগারের প্রেরণের ঘটনায় আমরা ক্ষুব্ধ। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বাধাগ্রস্থ করতেই টিপুকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হামলা—মামলা, জেল—জুলুম, নিপীড়ন—নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে যুবদল নেতা আব্দুস সালাম টিপুসহ ষড়যন্ত্রমূলক মামলায়
কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

 

=বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।