সুরমা টাইমস ডেস্ক :
ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার (১০ই মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ভারত ও পাকিস্তান উভয়েই সম্মত হয়েছে।
পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার বিষয়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতির দাবি করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সূত্র জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ লিখেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একটি দায়িত্বপূর্ণ, বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি উভয় দেশকে অভিনন্দন জানাই!”
সূত্রের খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে উভয় দেশই সরাসরি প্রচেষ্টা চালিয়েছে।
গতকাল শনিবার বিকেলে পাকিস্তানের ডিজিএমও আলোচনা শুরু করেন। এরপর আলোচনা হয় এবং পারস্পরিক সমঝোতা হয়। বর্তমানে অন্য কোনও বিষয় নিয়ে আলোচনার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
যুদ্ধবিরতির বিষয়ে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।
গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। ওই হামলার জের ধরে ৮ই মে শুরু হয় পাকিস্তানে ভারতের সামরিক অভিযান- অপারেশন সিঁদুর।
হামলার খবর পেতেই ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তান সংঘাতের বিষয়টি লজ্জাজনক।
অন্যদিকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও লিখেছেন, “গত ৪৮ ঘণ্টা ধরে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরীফ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সেনাপ্রধান আসিম মুনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলেছি।
আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।
শান্তির পথ বেছে নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী মোদি এবং শরীফকে প্রশংসা করি।”
এর আগে, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।
গতকাল শনিবার সকালে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। প্রকৃতপক্ষে, ০৭ই মে পাকিস্তানে জঙ্গিদের আস্তানাগুলিতে ভারতের অপারেশন সিঁদুর এবং পরবর্তীতে পাকিস্তানের তরফে ১৫ টি ভারতীয় এলাকায় সামরিক হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
এমন পরিস্থিতিতে, রুবিও জোর দিয়ে বলেন যে উভয় পক্ষেরই উত্তেজনা কমানোর এবং সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত।
রুবিও আলোচনার সুবিধার্থে মার্কিন-সহায়তার প্রস্তাব দেন।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল বলেছিলেন, ভারত-পাকিস্তানের সংঘাতের মাঝে তারা পড়তে চায় না। এটা তাদের সমস্যা নয়। তারা সর্বোচ্চ দুদেশকে আলোচনায় বসার আহ্বান জানাতে পারে।