নগরীতে সাবেক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক::

সিলেট নগরীতে আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ

কর্মসূচি চলাকালে গতকাল শনিবার (১০ই মে) বিকেল পাঁচটায় সড়কে হেটে যাওয়ার সময় তাকে গণধোলাই দেয় আন্দোলনকারীরা।

গণপিটুনির শিকার যুবক সুনামগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান আন্দোলনকারীরা।

এদিকে মারপিটের এক পর্যায়ে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রজনতা মারধর করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে ছাত্রলীগ করত।

তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলার খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। বর্তমানে সে থানায় আছে।’

 

কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের নাম মামুন।

 

তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে আছেন বলে জানা গেছে।

 

এদিকে, সারা দেশের মতো সিলেটেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

 

গতকাল শনিবার (১০ই মে) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।