প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু বিমানবন্দরে সংবর্ধিত

সুরমা টাইমস ডেস্কঃ

যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল গাফফার চৌধুরী খসরু বলেছেন, মানুষের সেবাই আমার জীবনের ব্রত। কোন
প্রতিদান ছাড়াই আমরণ মানবতার সেবা করে যেতে চাই। মানব কল্যানের মধ্যে যে প্রশান্তি, তা অন্য কোথাও পাওয়া যায় না। জীবিকার তাগিদে প্রবাসে থাকলেও চিন্তা-চেতনা, ভাবনা ও কর্মে তথা অস্তিত্বজুড়ে জুড়ে আছে দেশ ও দেশের মানুষ।

 

মানুষও ভালোবাসার মাধ্যমে যে প্রতিদান দিয়েছেন, তা কোনদিন কোনভাবে শোধ করা সম্ভব নয়।

তিনি শনিবার বিকেলে এমএজি ওসমানী বিমানবন্দরে এক বিশাল সংবর্ধনার জবাবে এ কথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দল-মত
নির্বিশেষে শতাধিক মানুষের স্বত:স্ফূর্ত উদ্যোগে বিমানবন্দর চত্ত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয় ।

 

এ সময় বক্তারা বলেন , খসরু যেভাবে নিংস্বার্থভাবে দেশ ও মানুষের খেদমত করে যাচ্ছেন, তা খুবই বিরল। তাঁর মতো মানবহিতৈষী মানুষদের দেশে এখন খুব প্রয়োজন।

এ সময় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, জেসিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মুহাম্মদ, কবি ও লেখক রসময় ভট্টাচার্য, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল-হাদী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রমূখ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।