গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
আব্দুল মালিক উপজেলার ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি (দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো আজও আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে হালচাষ করতে যান।
সেখানে হঠাৎ ট্রাক্টর উল্টে তিনি ট্রাক্টরের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, আব্দুল মালিক নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন।
হঠাৎ মোড় ঘোরাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায় এবং তিনি দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।