বাংলাদেশ লোক সাহিত্য গবেষণা পরিষদের সিলেট বিভাগীয় কমিটি গঠন

বাংলাদেশ লোক সাহিত্য গবেষণা পরিষদ সিলেট বিভাগীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমববার (১৩ মার্চ) সন্ধ্যায় নগরীর সুরমা টাওয়ারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক কবি সিরাজুল ইসলাম।

সভার শুরুতেই সংগঠনের প্রয়াত সভাপতি কবি-সাংবাদিক ম আনফর আলীর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লোক সাহিত্য গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী,সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, আয়কর আইনজীবি জাহাঙ্গীর আহমদ, কবি কামাল আহমদ, কবি শাহ আব্দুস সালাম, লুৎফুর রহমান তারেক, ইমরান আহমদ, সৈয়দ রাব্বী হাসান তারেক প্রমুখ।

সভায় সর্ব-সম্মতিক্রমে অধ্যাপক কবি সিরাজুল ইসলামকে বাংলাদেশ লোক সাহিত্য গবেষণা পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, কবি শাহ আব্দুস সালামকে সাধারণ সম্পাদক ও লুৎফুর রহমান তারেককে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি কবি কামাল আহমদ, আয়কর আইনজীবি জাহাঙ্গীর আহমদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক, সহ সাংগঠনিক সম্পাদক তালেব হোসেন, অর্থ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, প্রচার সম্পাদক সায়বাদিক উজ্জল দাস, নির্বাহী সদস্য এম এ আলী জালালাবাদী, শফিকুর রহমান, মিফতা উদ্দিন লাভলু, নিলুফা ইসলাম নিলু।

 

 

=বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।