তিন চাকার মাফিয়া জাকারিয়ার পক্ষে অবস্থান: পদ হারালেন রাজন

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের আলোচিত পরিবহন শ্রামক নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করেছে শ্রমিক দল। তিনি সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজন শ্রমিকলীগ নেতা তিন চাকার মাফিয়া খ্যাত জাকারিয়ার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সুপারিশে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়।

এর জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

জানা গেছে, ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাসহ মোট ৫ মামলায় গত ২৮শে এপ্রিল রাতে শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

 

পরদিন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশ পরেরদিন তাকে আদালতে হাজির করে। এসময় সিলেটের বিভিন্ন রুটে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।

এসময় তার পক্ষে বিএনপির রাজনীতির সাথে জড়িত এমন কয়েকজন আইনজীবী ওকালতনামা প্রদান করলে আদালত তার জামিন মঞ্জুর করে।

আদালত প্রাঙ্গনে জাকারিয়ার পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েন রাজন।

শ্রমিকলীগ নেতা তিন চাকার মাফিয়া খ্যাত জাকারিয়া আহমদের বাড়ি সিলেট শহরতলির টুকেরবাজারে। বাবার নাম আবদুল হাসিব।

 

ছোটবেলাতেই বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। বাবার ত্যাজ্য সন্তান হিসেবে একদম খালি হাতে কর্মজীবন শুরু করা জাকারিয়া আহমদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় মুক্তিযোদ্ধা উপশাখাই।

 

কিছুদিন অফিস সহকারী হিসেবে কাজ করায় শ্রমিকদের সাথে তারা চেনাজানা হতে থাকে। বুদ্ধির জোরে একসময় তাদেরই নেতা বনে যান।

 

মুক্তিযোদ্ধা উপশাখার সভাপতিও হন এক সময়। তারপর থেকেই তার উত্থানের শুরু।

 

এক সময় দখলে আসে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতির পদও। তারপর পেরিয়ে গেছে দেড় যুগ। পদ আগলে রেখেছেন এখনও।

 

দীর্ঘ এ সময়ে দাপটের পাশাপাশি সম্পদও বাড়তে থাকে জাকারিয়া আহমদের। তবে কৌশলী জাকারিয়া আহমদ তার বিশাল সম্পদের খবর সাধারণ শ্রমিকের কাছে আড়াল করেই রাখেন।

চোখে পড়ার ভয়ে দেশে তেমন সম্পদ না করলেও বিভিন্ন সূত্র বলছে, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সম্পদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।