সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল সোমবার সম্পন্ন হয়েছে।
ফেডারেশনের সদর উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরী সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা আল ইমরান, বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম।
বক্তব্য রাখেন ফেডারেশনের হাটখোলা ইউনিয়নের উপদেষ্টা হেলাল আহমদ, মাহফুজ আহমদ, মঈন উদ্দিন, ফয়েজ আহমদ, গোলাম রাব্বানী, আরিফ উদ্দিন ও সাদি প্রমুখ।
সম্মেলনে ২নং ইউনিয়নের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ফেডারেশনের সিলেট সদর উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ। মোঃ আনসার আহমদকে সভাপতি ও ওয়ারিসুল হককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।