সিলেটে ছিনতাইকারীসহ পুলিশের জালে আটক ৫

নিজস্ব প্রতিনিধি:-

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ই মার্চ) মধ্যরাতে ভূমিখেকো, টিলাকাটা ও জমির টপসয়েল বিক্রয়কারী এবং বিভিন্ন থানার একাধিক মামলার আসামী শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার রফিক মিয়ার ছেলে বাবুল আহমদ (৪৫)কে প্রাইভেটকারসহ এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা হতে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

একই দিন দুপুর অনুমান  ১ ঘটিকার সময় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এক ব্যবসায়ীর ৭২,০০০/- টাকা ছিনতাইকালে নগরীর পাঠানটুলা এলাকা হতে স্থানীয় জনগনের সহায়তায় চক্রের দুই ছিনতাইকারীকে সিএনজি ও দুইটি মোবাইলসহ এয়ারপোর্ট থানার একটি অভিযানিক দল গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর হাতিমবাগ এলাকার নুরুল আমিনের ছেলে রুহেল আহমদ (২৩) ও বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম (৩২)।

তাদের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-০৩ ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯ দায়ের করা হয়।

অপর দিকে গতকাল শুক্রবার (৭ই মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সুবিদবাজার এলাকা হতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, জালালাবাদ থানার কালারুকা গ্রামের আব্দুর নুরের ছেলে মোঃ জমির (২৯) ,

ও একই থানার শেখপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে মোঃ সেলিম (৪০),

তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পূর্বে দায়ের করা ছিনতাই মামলার (মামলা নং- ১২, তারিখ- ১৯/০৯/২০২৪, ধারা- ৩৯২ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানা ছিল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।