নিজস্ব প্রতিবেদকঃঃ
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীটিলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট,
বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান সানগ্লাস, শাড়ী, কিসমিস, ক্রীম, চকলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান,
বাসমতি চাল, মদ, ফেন্সিডিল অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ঠেলাগাড়ী আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৩ লক্ষ ১২ হাজার ৮৭০ টাকা।
গতকাল শুক্রবার (৭ই মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালানো হয়।
৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দৃত পণ্যগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’