সুরমা টাইমস ডেস্ক :
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার রক্ষা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা ও তার দোসরদের বিচার না করলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিএনপি হাসিনা ও তার দোসরদের বিচার করবে। তাদের ক্ষমা নেই।
তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষের প্রতি যে অন্যায় অবিচার করেছে সেজন্যেই এখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
এ্যানি বলেন, বিএনপি জনগণের ভালবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চায়।
আর আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় ১৭ বছর নিপীড়ন-নির্যাতন করেছে। এটাই দুই দলের পার্থক্য।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে দ্রব্যমূলের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা উন্নতি ও স্বৈরাচারীর দোসরদের বিচার এবং নির্বাচনী রোডম্যাপের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান চৌধুরী জীবন,
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দীকি, কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ,
সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।