নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে সিলেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল এবং পথসভা

সুরমা টাইমস ডেস্ক :

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সিলেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১০ মার্চ) রাতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বের হয়ে নগরীর বিভিন্ন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।

বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো. মুশাহীদুল ইসলাম মাহীর সভাপতিত্বে এবং মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাউসার আহমদ মাসুদ ও লিডিং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ এর যৌথ পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।

 

এসময় আরো বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম,

লিডিং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন।

‎এসময় আরও উপস্থিত ছিলেন লিডিং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহমদ ছালিকিন ফাহাদ, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া আহমদ, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফুয়াদ হাসান, লিডিং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হুসাইন খান সজল, লিডিং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাজেদ আহমদ প্রভাত, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান তালুকদার নাফিজ, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এহসান আহমেদ রিফাত, মো. মারজান আহমেদ শিমুল, নাদির হোসেন, জাওয়াদ আহমদ, মো. আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।