সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুইজন এবং জুয়া খেলার অপরাধে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বুধবার (১২ই মার্চ) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার কদমতলীতে অবস্থিত হোটেল আল হক আবাসিকে বিশেষ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এলাইচ মিয়া (৩৮) এবং মাঈশা ইসলাম (১৯) নামে দুজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর মামলা (নং-৫২, তারিখ-১৩/০৩/২০২৫) রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার নছিবাখাতুন গলির পাশে খোলা জায়গায় অভিযান চালিয়ে মো. আবজল মিয়া (৩০) এবং মো. মমিন মিয়া (২৮) নামে দুই ব্যক্তিকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্ধে এসএমপি অ্যাক্টের ৯৫ ধারায় নন-এফআইআর মামলা (নং-৫১, তারিখ-১৩/০৩/২০২৫) দায়ের করা হয়েছে এবং তাদেরও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।