‘বাংলাদেশের পরিস্থিতি জানেন না?এত তাড়াহুড়োর কী ছিল?’

সুরমা টাইমস ডেস্ক :

ভারতের ‘সংশোধিত ওয়াক্ফ আইন, ২০২৫’-এর বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বাংলাদেশ পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘নিয়ন্ত্রণ’ করতে প্রধানমন্ত্রী মোদির প্রতি আহ্বান জানান মমতা।

 

গত বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “বাংলাদেশের পরিস্থিতি আপনি জানেন না? এত তাড়াহুড়ো করার কী দরকার ছিল?”

 

তিনি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের সীমান্তঘেঁষা রাজ্য। আপনি ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) সঙ্গে গোপনে চুক্তি করছেন। দেশের ভালো হলে করতেই পারেন, কিন্তু বিষয়টা পরিস্কার নয়।”

উল্লেখ্য, গত ২রা এপ্রিল ভারতের লোকসভায় এবং ৩ এপ্রিল রাজ্যসভায় সংশোধিত ওয়াক্ফ বিল পাস হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে ৫ই এপ্রিল এটি আইনে পরিণত হয় এবং কার্যকর হয় ৮ই এপ্রিল।

 

এই আইনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায় ও বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করে।

 

বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া জেলায় পরিস্থিতি সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গত ১১ই এপ্রিল এক দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, স্থিতিশীলতার নিরিখে রাজ্যের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ।

বাংলাদেশের পরিস্থিতি যে এপার বাংলাতেও প্রভাব ফেলছে তা মানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারাও।

আরজি কর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাব ছিল, তা-ও মনে করেন তারা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।