সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় আট লক্ষ টাকা মূল্যের ভারতীয় চিনিসহ দুই জনকে আটক করা হয়েছে।
গত শনিবার (১৫ই জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমনগর পরগনা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার কুশিঘাট এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ মাসুম আহমদ (৩০) ও জকিগঞ্জের কালীগঞ্জ এলাকার মৃত আতাউর রহমানের পুত্র মোঃ নুরুল আমিন (২৪)।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১৩২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯২ হাজার টাকা। এসময় চিনি বহনকারী ট্রাকটিকেও জব্দ করে পুলিশ।
গ্রেফতার দুই আসামীর বিরুদ্ধে শাহপরান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।