সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগামী ভারতীয় চোরাই সুপারী বোঝাই ডিআই পিকআপের ধাক্কায় দুইজন ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন, উপজেলার ২ নং লক্ষিপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২) ও একই গ্রামের নজরুল ইসলামের পুত্র সগির হোসেন (২৫)।
ঘটনার প্রত্যক্ষ্যদর্শরীরা জানান, গতকাল রবিবার (১৩ই এপ্রিল) রাত দেড়টা নাগাত আহত সাইফুল ইসলাম তার ৪ নং বাংলা বাজারে দোকান বন্ধ করে সগিরের ইজিবাইকে করে ২ নং লক্ষীপুর নিজ নিজ বাড়ী দিকে রওয়ানা দেন।
পথমধ্যে ৪ নং বাংলা বাজার ব্রীজ পার হয়ে ২ নং লক্ষিপুর গ্রামের প্রবেশমুখে আসতেই পিছন দিক থেকে আসা একটি ভারতীয় চোরাই সুপারী বোঝাই ডিআই পিকআপ তাদের বহনকারী ইজিবাইককে স্বজোড়ে ধাক্কা মেরে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দুইজনকে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুলের দুইটি পা ভেঙ্গে গেছে এবং সগির আহমেদের ডান হাত ভেঙ্গে মাথায় মারাত্মক জখম হয়েছে। বর্তমানে দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ২ নং লক্ষিপুর গ্রামের স্হানীয় ইউপি সদস্য নজির আহমেদ জানান, পলাতক ডিআই পিকআপটির অনুসন্ধান চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে নিজপাট ইউনিয়নের একজন ইউপি সদস্যদের মালিকানাধীন গাড়ীটি।
তিনি আরো বলেন রাত ১১ টা পার হওয়ার সাথে সাথে তামাবিল মহাসড়কে ডিআই পিকআপ গুলো বেপরোয়া হয়ে উঠে।
ইতিমধ্যে গেলো কয়েক বছরে বহু দূর্ঘটনা ঘটলেও চোরাইমালবাহী ডিআই পিকআপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন কার্যকর উদ্যোগ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দূর্ঘটনার কোন সংবাদ রবিবার সকাল পর্যন্ত পুলিশ পায় নি।
এ বিষয়ে কোন অভিযোগ আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও আসে নি। অভিযোগ পেলে দূর্ঘটনার বিষয়টি তদন্ত করবে পুলিশ।