সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ৬০ বস্তা ভারতীয় চিনি ও ২৭ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গত শনিবার (১২ই এপ্রিল) রাত ২ টায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজ সাইফ এর নেতৃত্বে সেনা টহলটিম গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে অভিযান চালায়।
এ সময় ৬ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত উক্ত বাজারে একটি মিষ্টান্ন প্রস্তুতকারক গোডাউন হতে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়।
পরে ভোর ৫:৩০ ঘটিকায় হরিপুর সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায় সেনাবাহিনী।
এ সময় সেনাবাহিনীর চেকপোস্ট দেখে একটি সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী তার সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর টিম ব্যাগটি হতে ২৭ কার্টন বিদেশি ব্রান্ডের সিগারেট উদ্ধার করে।
সেনাক্যাম্প সূত্রে জানানো হয় পৃথক দুটি অভিযানে আটক চিনি ও সিগারেট দুপুর ২ টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।