সিলেটে ডিবির জালে ডাকাত সর্দার দেলোয়ার

সুরমা টাইমস ডেস্ক :

আন্তঃজেলা ডাকাত দলের সরদার দেলোয়ারকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি )।

তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন সিলেটের গোলাপগঞ্জ থানার কেওটকোণা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার শাহপরাণ (রহ.) থানার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সরদার দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ৪টি, বিয়ানীবাজার থানায় ১টি, কোতয়ালী মডেল থানায় ১টি, শাহপরাণ থানায় ১টি এবং  মোগলাবাজার থানায় ৪টিসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।