সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব প্রভু ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল ১১টার সিলেট নগরের মণিপুরী রাজবাড়ীস্থ শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সিনিয়র সহ—সভাপতি ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট। সভা
পরিচালনা করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্র সিংহ।
মতবিনিময়সভায় বক্তারা বলেন, সিলেট নগরে প্রায় ২শ’ বছর ধরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই রথযাত্রা উৎসব সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, আসন্ন রথযাত্রা উৎসবকে সফল ও স্বার্থক করে তুলতে সিলেটের জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, বিভিন্ন
রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে অতীতের মতো জুড়ালো ভূমিকা রাখতে হবে। সভায় সবাইকে রথযাত্রা উৎসবে শান্তি—শৃঙ্খলা বজায় রেখে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।
মতবিনিময়সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— রণবীর চক্রব্রতী, গৌতম দাস, অশোক শর্মা, অতুল সিংহ, রঞ্জু সিংহ, সিদ্ধ মাধব দাস, প্রকাশ সিংহ,
শ্রীকান্ত দাস, এল. শংকর সিংহ, প্রশান্ত সিংহ, দিগেন সিংহ, নিখিল ঘোষ, উপেন সিংহ, বুলু সিংহ, নীলকান্ত সিংহ, ক্ষীর সিংহ, মিন্টু সিংহ, সুরজিৎ সিংহ, সজল ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, পুণ্যভুমি সিলেট নগরীতে প্রায় ২শ’ বছরের সুপ্রাচীনকাল থেকে এখন পর্যন্ত শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব প্রভু ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব
উদযাপন হয়ে আসছে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে।
আগামী ৪ জুন মঙ্গলবার ও ২৮ জুন বুধবার সিলেট দেবালয় রথযাত্রা উদ্ধসঢ়;যাপন কমিটির অন্তভুর্ক্ত ২২টি দেবালয় ও মন্দির সিলেট নগরের রিকাবীবাজারস্থ প্রাঙ্গণে রথযাত্রা উৎসবে মিলিত হবে। সেখানে পূজাচ্চর্না, আরতি ও কীত্তর্ন অনুষ্ঠিত হবে। হবে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য মেলা।
—বিজ্ঞপ্তি